ইন্টেলিজেন্স ব্যুরো (IB) অফিসার নিয়োগ ২০২৫ – সম্পূর্ণ তথ্য
গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য বড় সুখবর! আপনিও কি গ্র্যাজুয়েশন সম্পন্ন করে এখন সরকারি চাকরির সন্ধান করছেন ? তাহলে আজই হয়তো আপনার অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো (IB) ‘Assistant Central Intelligence Officer – Executive’ (ACIO-Grade II) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।আপনিও যদি দেশের এই সন্মানজনক এবং চ্যালেঞ্জিং পদে নিজের কেরিয়ার গড়তে চান, তাহলে এই পোস্টটি একেবারে আপনার জন্য।
চলুন, এবার ধাপে ধাপে জেনে নিই এই নিয়োগের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, বেতন কাঠামো এবং প্রস্তুতির গুরুত্বপূর্ণ টিপস।”
ইন্টেলিজেন্স ব্যুরো (IB) অফিসার নিয়োগ ২০২৫
১.পদের বিবরণ :
Assistant Central Intelligence Officer – Executive (ACIO Grade II)” পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। এটি একটি নন-গেজেটেড এবং নন-মিনিস্টেরিয়াল পদ। আপনি যদি এই পদে নিয়োগের সুযোগ পান, তাহলে দেশের যেকোনো প্রান্তে আপনাকে কাজ করতে হতে পারে, কারণ এই পদের নিয়োগ সারা ভারত জুড়েই হতে পারে।
শূন্যপদ :
মোট ৩৭১৭ টি শূন্যপদ পদ রয়েছে। জেনারেলদের জন্য ১৫৩৭ টি পদ , ওবিসিদের জন্য ৯৪৬ টি পদ , তপশিলি জাতিদের জন্য ৫৬৬ টি পদ ও তপশিলি উপজাতিদের জন্য ২২৬ টি এবং E.W.S -দের জন্য ৪৪২ টি পদ বরাদ্দ করা আছে।
বেতন :
মূল মাসিক বেতনের পরিমাণ ৪৪,৯০০-১,৪২৪০০ টাকা।
২. শিক্ষাগত যোগ্যতা:
এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Graduate) হতে হবে। পাশাপাশি, কম্পিউটারে কাজ করার সাধারণ দক্ষতা থাকতে হবে। বিশেষ করে, অফিসে ব্যবহৃত সফটওয়্যার যেমন MS Word, Excel ইত্যাদির ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।
৩. বয়সসীমা (Age Limit):
এই পদের জন্য আবেদনকারীর বয়স ১০ আগস্ট ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী কিছু বিশেষ শ্রেণির প্রার্থীরা অতিরিক্ত বয়সসীমার ছাড় পাবেন—
তপশিলি জাতি (SC/ST) প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছর ছাড় পাবেন।
ও.বি.সি (OBC) প্রার্থীরা পাবেন ৩ বছর ছাড়।
প্রাক্তন সামরিক কর্মী, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারাও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বয়সে ছাড়ের সুযোগ পাবেন।
তবে দুঃখের বিষয়, প্রতিবন্ধী (PwD) প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
৪.নির্বাচনী প্রক্রিয়া (Selection Process):
এই পদে প্রার্থী বাছাইয়ের জন্য মোট তিনটি ধাপে পরীক্ষা নেওয়া হবে – টায়ার-১ (Tier I), টায়ার-২ (Tier II) এবং ইন্টারভিউ (Interview)।
টায়ার-১ (প্রথম ধাপ) :
প্রথম ধাপের পরীক্ষা হবে MCQ বা অবজেক্টিভ টাইপ-এর। এই পরীক্ষায় থাকবে মোট ১০০ নম্বরের প্রশ্ন, এবং সময় থাকবে ৬০ মিনিট।
প্রশ্নগুলো আসবে মোট ৫টি বিভাগ থেকে :
1.কারেন্ট অ্যাফেয়ার্স
2.জেনারেল স্টাডিজ
3. নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড
4.লজিক্যাল/রিজনিং অ্যাপ্টিটিউড
5.ইংলিশ ল্যাঙ্গুয়েজ
প্রতিটি বিভাগের জন্য থাকবে ২০টি প্রশ্ন, এবং প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর।
তবে সতর্ক থাকুন! এখানে নেগেটিভ মার্কিং রয়েছে — প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে।
টায়ার-২ (দ্বিতীয় ধাপ):
টায়ার-১ পরীক্ষায় নির্দিষ্ট কাট-অফ পূর্ণ হলে তবেই আপনার টায়ার-২ এর উত্তরপত্র বিবেচনা করা হবে।
এই পরীক্ষা হবে বর্ণনামূলক (Descriptive) ধরনের। মোট ৫০ নম্বরের এই পরীক্ষার জন্য সময় থাকবে ৬০ মিনিট।
এই পরীক্ষায় থাকবে তিনটি বিভাগ:
১. প্রবন্ধ লেখা (২০ নম্বর)
২. ইংরেজি কমপ্রিহেনশন (১০ নম্বর)
৩.কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থনীতি ও সামাজিক-রাজনৈতিক বিষয়ে দুটি প্রশ্ন (২০ নম্বর)
এই পরীক্ষায় কোয়ালিফাই করতে হলে প্রার্থীদের ৫০ নম্বরের মধ্যে অন্তত ১৭ নম্বর পেতে হবে।
কাট-অফ (Tier-I) অনুযায়ী :
জেনারেল: ৩৫
ও.বি.সি: ৩৪
ই.ডব্লিউ.এস: ৩৫
এস.সি/এস.টি: ৩৩
পরীক্ষার কেন্দ্র :
দেশজুড়ে বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা নিজের সুবিধামতো যেকোনো ৫টি কেন্দ্র বেছে নিতে পারবেন।
ইন্টারভিউ (Tier-III):
টায়ার-১ ও ২ মিলিয়ে যাঁরা ভালো নম্বর পাবেন, তাঁদের মধ্যে মোট শূন্যপদের ৫ গুণ প্রার্থীকে ডাকা হবে ইন্টারভিউর জন্য।এই ইন্টারভিউ হবে ১০০ নম্বরের, এবং এর মধ্যে সাইকোমেট্রিক ও অ্যাপটিটিউড টেস্ট অন্তর্ভুক্ত থাকবে।
শেষে, টায়ার-১, টায়ার-২ ও ইন্টারভিউ মিলিয়ে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মূল মেধা তালিকা এবং অপেক্ষমাণ তালিকা তৈরি করা হবে।
৫.আবেদন প্রক্রিয়া :
এই পদে আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদন শুরু হচ্ছে ১৯ জুলাই থেকে এবং শেষ তারিখ ১০ আগস্ট।
আপনাকে যেতে হবে এই দুটি ওয়েবসাইটের যেকোনো একটিতে —
http://www.mhs.gov.in অথবা http://www.ncs.gov.in
সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় আপনার একটি বৈধ (চলতি) ইমেইল আইডি থাকতে হবে।
এছাড়াও,পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার JPG ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে, যা আবেদন করার সময় আপলোড করতে হবে।
◾আবেদন ফি:
পরীক্ষা ফি: ₹১০০
রেক্রুটমেন্ট প্রসেসিং চার্জ: ₹৫৫০
মোট: ₹৬৫০
তবে তপশিলী জাতি, তপশিলী উপজাতি, প্রাক্তন সৈনিক ও মহিলাদের জন্য মোট ফি ₹৫৫০ (পরীক্ষা ফি মাফ)।
এই টাকা আপনি দিতে পারবেন —
১. ডেবিট কার্ড,
২. ক্রেডিট কার্ড,
৩. নেট ব্যাংকিং,
৪. অথবা SBI চালান-এর মাধ্যমে।
অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ তারিখ: ১০ আগস্ট
SBI চালানের মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ: ১২ আগস্ট
টাকা জমা দেওয়ার পর, সিস্টেম থেকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হবে। সেটি প্রিন্ট করে রাখবেন, ভবিষ্যতে দরকার হতে পারে।
আরও বিস্তারিত তথ্য ও আপডেট পেতে উপরের ওয়েবসাইট দুটির মধ্যে যেকোনো একটি নিয়মিত ভিজিট করুন।